ফেঞ্চুগঞ্জ: মোটরসাইকেল—পিকআপ সংঘর্ষে নিহত ১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৫:০৮ অপরাহ্ন
নিহত মামুন আহমেদ।
বিশেষ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও-সার কারখানা রোডে মোটরসাইকেলের সাথে একটি পিকআপের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।
জানা যায়, আজ শুক্রবার ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অদূরে লাবনী পোল্ট্রি ফার্মের সামনে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে মর্মান্তিকভাবে ঘটনাস্থলে নিহত হয়েছেন মোটরসাইকেলআরোহী মামুন আহমেদ(২৫)।
মাইজগাঁওয়ের শরিফগঞ্জ নিবাসী দরছ মিয়ার পুত্র নিহত মামুন আহমেদ।
স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌছে। নিহতের লাশ উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। নিহতের পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।



