ফেঞ্চুগঞ্জ: মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসার পাগড়ি প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ৮:২১:৪৪ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলার পাটানটিলা গ্রামে অবস্থিত ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসার পাগড়ি প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার।
প্রথম অধিবেশন সকাল ১০টা থেকে শুরু হয়। শিক্ষার্থীরা এ পর্বে পরিবেশন করেন ক্বেরাত, হামদ, নাত, কবিতা আবৃত্তি, বিতর্ক, ও তাদের বক্তব্য।
এই অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ মাওলানা আব্দুল আউয়াল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ১নং সদর ইউনিয়ন এর চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন। আরও বক্তব্য প্রদান করেন ফেঞ্চুগঞ্জ মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ও খোলাফায়ে রাশেদীন দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল জলিল ও উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রথম অধিবেশনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।
এছাডাও ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ইসলামিক কুইজ প্রতিযোগিতার উত্তীর্ণ শিক্ষার্থীদেরকেও পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্ত হয়।
দ্বিতীয় অধিবেশনে ২০২৪ শিক্ষা বর্ষের ছাত্রদেরকে হিফজে সবক প্রদান করেন আল্লামা ফখরউদ্দীন চৌধুরী ফুলতলী। সবক প্রদানের পূর্বে তাঁর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, উলামায়েকরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত জনসাধারণ ও শিক্ষার্থীরা। সবক প্রদানের পর আল্লামা ফখরউদ্দিন চৌধুরী ফুলতলী দোয়ার মাধ্যমে সবকদান কার্য সম্পন্ন হয়।
দ্বিতীয় অধিবেশনে ২০২৩ সালের ২১ জন হিফজ সম্পূর্ণকারী ছাত্রদেরকে পাগড়ি ও ইন্তাজির খান ফাউন্ডেশন এর পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। পাগড়ী প্রদান করেন শায়েখ আবু আব্দিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা ও হযরত মওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী। পাগড়ি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মেডেল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
সমাপনী মোনাজাতের পূর্বে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার আবেগাপ্লুত হয়ে বলেন,
এই প্রতিষ্ঠানের ২১ জন পাগড়ি প্রাপকদের অর্জনে প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান রয়েছে অনেক। যাদের অক্লান্ত পরিশ্রম কোরানের এই ক্ষুদে হাফেজদের মেধা বিকাশে সহায়ক হয়েছে। তিনি ২১ জন পাগড়িপ্রাপ্ত শিক্ষার্থীর অবিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন তাদের অক্লান্ত শ্রম ও সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান আরো সুন্দর এবং উপভোগ্য হয়েছে।
তিনি এই মাহফিলে যারা উপস্থিত হয়ে, দান খয়রাত সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাদ্রাসার ভূমিদাতা খান পরিবারের সকল সদস্যবৃন্দদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও যারা মাদ্রাসার কক্ষ, জিনিসপত্র, টাকা পয়সা দিয়ে, সার্বিক সহযোগিতা করে মাদ্রাসার বিভিন্ন কাজকর্মে সহযোগিতা করেছেন তাদের জন্যও দোয়ার দরখাস্ত করেন।
সর্বোপরি মাদ্রাসার কাজকর্মের বিষয়ে বলেন, মাদ্রাসার প্রায় নয় লক্ষ পঁচিশ হাজার টাকা ঋণ রয়েছে আপনাদের এবং প্রবাসী ভাই বোনদের সার্বিক সহায়তায় ইনশাল্লাহ আমরা ঋণমুক্ত হতে পারব। মাদ্রাসার বাকি কাজ কর্ম সম্পূর্ণ করার তৌফিক আল্লাহ তায়ালা যেন দান করেন তার জন্য সকলের কাছে দোয়ার আহ্বান জানান। দেশ-বিদেশে সকল অসুস্থ ভাই বোনদের প্রতিও দোয়ার দরখাস্ত রাখেন।
অবশেষে দোয়া ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।



