তাপমাত্রা সিলেটে ১১, লন্ডনে ১৩ ডিগ্রি সেলসিয়াস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ৮:৪৪:০২ অপরাহ্ন
সিলেট অফিস: শীতপ্রধান দেশ যুক্তরাজ্যের চেয়ে বাংলাদেশের সিলেটের তাপমাত্রা ২ ডিগ্রি কম। আজ সোমবার ২৯ জানুয়ারি সকাল আটটায় আবহাওয়া দফতরে রেকর্ড হয়েছে সিলেটের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। ওদিকে আট হাজার মাইলের বেশি পশ্চিমের দেশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের তাপমাত্রা একই সময়ে দেখিয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
একই সময়ে দেশের রাজধানী ঢাকার তাপমাত্রা ১৩ ও দিনাজপুরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সিলেট থেকে আকাশপথে লন্ডনের দুরত্ব ৮ হাজার কিলোমিটারের বেশি। ইউরোপের শীতপ্রধান দেশগুলোর অন্যতম বড় দেশ যুক্তরাজ্য। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন দিন তুষারঢাকা থাকে যুক্তরাজ্য। সে-তুলনায় বাংলাদেশ শীতপ্রধান দেশ নয়। কেবল পৌষ ও মাঘ মাস শীতকাল হিসাবে ধরা হয়। যদিও এ হিসাবের পরিবর্তন দেখা যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ডিসেম্বরে শীতের প্রকোপ ছিল না দেশে। বিগত কয়েক বছরের ডিসেম্বরেও রাজধানীর ঢাকার রাতের তাপমাত্রা থাকতো ১২ ডিগ্রির আশেপাশে। এবার ডিসেম্বরে তা ১৬ ডিগ্রির নিচে নামে নি। কখনও কখনও থেকেছে এরচেয়েও বেশি। আবহাওয়াবিদরা বলেছেন, গত বছরের ডিসেম্বরে বেশ কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহ হলেও এবার কেবল দেশের সর্ব উত্তরের অঞ্চল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ৯ এর নিচে।
আরও পড়ুন—
রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধের প্রস্তুতি! ৪৫ হাজার সেনা কর্মকর্তা তৈরি রাখার আহ্বান
আরও উল্লেখ্য যে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগরীয় কয়েকটি রাষ্ট্র মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। অতিমাত্রায় নদীবাহিত পলি জমে এসব দেশের বিভিন্ন সমুদ্রবন্দর সংলগ্ন নৌ চ্যানেল ও উপকূলীয় নৌপথের উপযুক্ততা (নাব্যতা) দ্রুত কমে আসছে।
এর ফলে এসব নৌপথে বড় জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে।
এছাড়া জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এতে প্রবল বর্ষণে কিংবা সামান্য জলোচ্ছ্বাসে সমুদ্রসংলগ্ন সমতলভূমি তলিয়ে যাচ্ছে।



