বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৪, ৪:১৯:৫৯ অপরাহ্ন
আশফাক আহমেদ,বাহরাইন থেকে: বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এম.পি’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উগান্ডার কাম্পালায়ে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) ১৯তম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এক বৈঠক করেন তারা।প্রথমেই বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. জায়ানি বাংলাদেশের নতুন সরকারকে এবং বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক,ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট এবং ফ্যামিলি ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দু’দেশের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন—
জার্মানি বিনা খরচে ২৬ হাজার শ্রমিক নিচ্ছে, আবেদনের নিয়ম
এসময় ড. হাসান মাহমুদের সাথে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।
উল্লেখ্য উগান্ডার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলন ও জি-৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।