প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ২:০০:৩০ অপরাহ্ন
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনার সঙ্গে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা
আহমাদুল কবির: “প্রবাসী সহায়তা ডেস্কের ” প্রচার-প্রসারে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের এগিয়ে আসার আহবাান জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের খুলশীতে রেঞ্জ কার্যালয়ে বিভাগের ১১ টি জেলার প্রবাসীদের জন্য সদ্য চালু হওয়া “প্রবাসী সহায়তা ডেস্ক” নিয়ে মতবিনিময়ের সময় তিনি এ অনুরোধ রাখেন।
ডিআইজি বলেন, দেশে থাকা প্রবাসী পরিবারের সদস্যদের সবধরণের পুলিশী সেবা ও দ্রুত আইনি সহায়তায় এ ডেক্স চালু করা হয়েছে, যাতে দেশের বাহিরে প্রবাসীরা নিশ্চিন্ত থাকতে পারেন।
তিনি সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের কাছে এ বার্তা পৌঁছিয়ে দেওয়া গেলেও এ উদ্যোগের সফলতা আসবে নিঃসন্দেহে এবং তারা উপকৃত হবেন।
এছাড়াও প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন বিভিন্ন সুযোগ -সুবিধা সাধারণ প্রবাসীদের অবগত করতে প্রবাসী সাংবাদিকদের এগিয়ে আসতে অনুরোধ জানান নুরেআলম মিনা ।
সভায় জানানো হয়, প্রবাসে বসেই বাংলাদেশিরা ডেস্কের হটলাইন +৮৮০১৩২০-১০৭৩১১ নাম্বারে সরাসরি ফোন কিংবা হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম অ্যাপে ডেস্কের সঙ্গে যোগাযাগ করে সহায়তা পেতে পারেন। ডেস্ক ২৪ ঘণ্টা সক্রিয় এ ডেস্ক চট্টগ্রাম বিভাগের ১১ জেলা পুলিশের সঙ্গে প্রবাসী সমন্বয় করে প্রবাসীদের সমস্যা নিরসন ও আইনি সহায়তা নিশ্চিত করবে ।
সভায় প্রবাসী সাংবাদিকরা সহায়তা ডেস্কের উদ্যোগকে স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়ে সবধরণের সহযেগিতার আশ্বাস দেন ।
সভায় জ্যেষ্ট সাংবাদিক ও প্রবাসবিষয়ক পরামর্শক এজাজ মাহমুদসহ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রবাসী সংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বাংলা প্রেসক্লাবের সভাপতি আহমাদুল কবির, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি মো, রাসেল আহমেদ, প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পি (সংযুক্ত আরব আমিরাত), আনোয়ার হোসেন মামুন (কাতার) মতিউর রহমান মুন্না (গ্রিস), বাংলাদেশ প্রেসক্লাব,কুয়েত সাংগঠনিক সম্পাদক, সাদেক রিপন (কুয়েত), মিসবাহ আহমেদ (বাহরাইন), মোহাম্মদ আলী (মালয়েশিয়া)। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি সংগঠক কাজী এনামুল হক (যুক্তরাষ্ট্র) ও আবু নছর রিয়াদ (ওমান)।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের শুভেচ্ছা স্মারকে সম্মানিত করেন রেঞ্জ ডিআইজি। ডেস্ক চালুর উদ্যোগের কৃতজ্ঞতায় ডিআইজি নুরেআলম মিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের শুভেচ্ছা স্মারকে সম্মানিত করেন রেঞ্জ ডিআইজি। ডেস্ক চালুর উদ্যোগের কৃতজ্ঞতায় ডিআইজি নুরেআলম মিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসী সাংবাদিকরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম ) মো. মাহফুজুর রহমান, পুলিশ সুপার-এ্যাডমিন ও ইন্টেলিজেন্স (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার, পুলিশ সুপার -অপারেশন্স- (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) জনাব নেছাঁর উদ্দীন আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রওশন আরা রব, অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব দেবদূত মজুমদার, সহকারী পুলিশ সুপার(স্টাফ অফিসার-টু-ডিআইজি) সৌমিত্র চাকমা।