ডিজিজ এ্যাক্স: করোনার চেয়ে বিশ গুন শক্তিশালী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৫২:৩০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনার পর নতুন মহামারি আশঙ্কা বিজ্ঞানীদের। নতুন এ সংক্রমণের নাম ‘ডিজিজ এক্স’ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশেষজ্ঞরা বলেছেন, এটি করোনার চেয়েও ২০ গুণ শক্তিশালী হতে পারে।
সুইজারল্যান্ডের দাভোসে সোমবার শুরু হয়েছে পাঁচদিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সেই বৈঠকেও বিশ্ব নেতাদের আলোচনায় উঠে এসেছে ‘ডিজিজ এক্স’।
বুধবার সকালে ‘প্রিপারেটিং ফর ডিজিজ এক্স’ নামে একটি সভার আয়োজন করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এতে সামনের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার কী প্রচেষ্টা প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয়।
সভায় টরন্টো বিশ্ববিদ্যালয়ের বায়োএথিকস অ্যান্ড গ্লোবাল হেলথের অধ্যাপক কেরি বোম্যান বলেন, কোভিড-১৯ এর চেয়ে বেশি শক্তিশালী ডিজিজ এক্স। একটি দ্রুত উদীয়মান রোগের বিরুদ্ধে অনুমানমূলক পরিস্থিতির প্রস্তুতি নিতে হবে বিশ্বকে।
তিনি বলেন, সবচেয়ে বড় হুমকি ডিজিজ এক্স হবে জুনোটিক। যেসব ধরনের সংক্রামক রোগ- যা মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। জুনোটিক রোগের একটি উদাহরণ হল এইচওয়ানএনওয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যা সাধারণত সোয়াইন ফ্লু নামে পরিচিত।
বোম্যান বলেন, বিশ্বজুড়ে যে পরিমাণ প্রাণী ধ্বংস হচ্ছে এবং যে পরিমাণ বনভূমি ধ্বংস হচ্ছে, তাতে আমার আরও বেশি এমন হুমকির পড়তে পারে।
ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ডিজিজ এক্স মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে। অনেকেই বলছেন- এটি আতঙ্ক তৈরি করতে পারে। তবে এমন কিছু ঘটতে পারে তা প্রত্যাশা করাই ভালো। কারণ এটি আমাদের ইতিহাসে অনেকবার হয়েছে। এজন্য প্রস্তুত থাকা জরুরি।
ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চে প্রকাশিত ২০২১ সালের একটি গবেষণা অনুসারে, স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের মধ্যে প্রায় ১ দশমিক ৬৭ মিলিয়ন অবর্ণিত ভাইরাস রয়েছে। এর অর্ধেকেরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।




