ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের পক্ষে থাকার আহ্বান বিএফপি’র
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৪, ১:৪১:৪৫ অপরাহ্ন
‘বেঙ্গলিস ফর প্যালেস্টাইন’(বিএফপি) সভায়, বক্তারা বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক এবং কয়েক দশক ধরে ফিলিস্তিনের জন্য বাংলাদেশ যে সহায়তা দিয়েছে তা তুলে ধরেন। গত ৯ জানুয়ারি বাংলাটাউন এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় নেতাকর্মীরা এসব কথা বলেন।
তারা বলেন, ফিলিস্তিনের জনগণ শান্তি ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্রের বসবাসের অধিকার তাদের প্রাপ্য। বিএফপি, বাঙালি সম্প্রদায়কে এই শনিবার প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন দ্বারা আয়োজিত মার্চে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে, যা হবে ফিলিস্তিনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশগুলির একটি।
নূরউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু হোসেন, আনসার আহমেদ উল্লাহ, জামিল ইকবাল, আশফাক কাজী, জামাল আহমেদ খান, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, আবদুল বাসর, সেলিম উদ্দিন, সালেহ আহমেদ ও মিজানুর রহমান বাবলু সহ আরও অনেকে।
বিএফপি এর নেতৃবৃন্দরা বলেন ইসরায়েলি সরকার ফিলিস্তিনের নিরপরাধ, নিরস্ত্র জনগণের বিরুদ্ধে নৃশংস ও হত্যামূলক অভিযান চালিয়ে যাচ্ছে।সভায় ইসরায়েলি বাহিনীর হাতে শিশু ও নারীসহ নিরীহ ফিলিস্তিনিদের হত্যা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়।