প্রহসনের নির্বাচন উল্লেখ করে মিশিগানে এক প্রতিবাদ সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ২:২৭:৩২ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে যুক্তরাষ্ট্রের মিশিগানে এক প্রতিবাদ সভা করেছে মিশিগান বিএনপি।
রবিবার রাতে হ্যামট্টামিকে এই সভার আয়োজন করে মিশিগান বিএনপি যুক্তরাষ্ট শাখা। সভায় উপস্থিত থেকে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন, মিশিগান বিএনপির সিনিয়র নেতা মুজিব আহমেদ মনির, সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মোশারফ চৌধুরী লিটু, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, মিশিগান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন লিলু, মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন,ছাত্রদল নেতা মামুন খান,মওদুদ চৌধুরী, রিপন আহমেদ, সুজান আহমেদ, পারভেজ আহমেদ, আব্দুস শহীদ,রেজাউল করিম শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গত ৭ই জানুয়ারীর অবৈধ প্রহসনের নির্বাচনের প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই অবৈধ নির্বাচন বাতিল করতে হবে। এসময় বক্তারা এই প্রহসনের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।