নির্বাচন ভবন ঘিরে কড়া নিরাপত্তা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৯:০১:২৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও কয়েক প্লাটুন বিজিবি।
রোববার ভোর থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুটির সদস্যরা।
নির্বাচন ভবনের চারপাশের সকল সড়ক বন্ধ করে দিয়ে কেবল পর্যটন করপোরেশনের প্রবেশ পথটি খোলা রাখা হয়েছে। চলছে তল্লাশি। পথচারীর চলাচলও সীমিত করা হয়েছে।