সিলেট: কানাইঘাটে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশ সংঘর্ষ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৮:৫৭:২০ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজারে গত রাতে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভোট বর্জনের আহ্বান জানিয়ে সুরইঘাট বাজারে মশাল মিছিল বের করেন। এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর চড়াও হলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। সংঘর্ষে কানাইঘাট থানার এসআই সনজিত কুমার রায়সহ সকল পক্ষের অন্তত ১৫ জন আহত হন।



