বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি ইন স্পেনের সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ৪:৪৪:৩২ অপরাহ্ন
সিদ্দিকুর রাহমান, স্পেন : মাদ্রিদে বাংলাদেশের বিক্রমপুরবাসীর প্রাণের সংগঠন বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি ইন স্পেন। স্পেনের রাজধানী মাদ্রিদে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে প্রথম প্রতিষ্ঠা করা হয় বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি।
সম্প্রতি নিজেদের মধ্যে খানিকটা ভুল বোঝাবুঝি, যোগাযোগে ঘাটতি এবং কিছুটা চাপা ক্ষোভে আন্তরিকতার বন্ধনে চিড় ধরায়। যার ফলে ক্ষোভের বশবর্তী হয়ে দুটি আলাদা কমিটি ঘোষণা করা হয়। যা কখনও সুখকর কিংবা স্বস্তিদায়ক ছিল না। বিষয়টি বিক্রমপুরবাসীকে ভাবিয়ে তোলে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার অ্যাসোসিয়েশনের হলরুমে সমাজের বিশিষ্টজন ও সাংবাদিকদের মধ্যস্থতায় এক জরুরি সমঝোতা সভার মধ্যে দিয়ে বিষয়টি সুরাহা করা হয়। বিক্রমপুর মুন্সিগঞ্জবাসীর মুরুব্বি গোলাম মোস্তফা জাহাঙ্গীর, মাহবুবুর রহমান ঝন্টু , মোহাম্মদ স্বাধীন, রাসেল দেওয়ান একটি অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ কমিটির সদস্যদের নাম ঘোষণা করবেন এবং সে কমিটিকে মেনে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সমঝোতা সভায় কমিউনিটি ও বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বর্তমান সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার , ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, মিল্টন ভূইয়া কচি, জয়নাল আবেদীন রানা, তাহের শেখ , পিয়ার হোসেন সৌরভ, আল আমিন শেখ, ইয়াং রাজ খান কমল, ওয়াহিদুজ্জামান , মো. সেলিম, রাজু আহমদ প্রমুখ।
বিশেষ দোয়া ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।