উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বাপ বেটা কোন কাজ করেনি-আব্দুল লতিফ বিশ্বাস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪, ২:৩৩:৫৫ অপরাহ্ন

বৃহস্পতিবার বিকালে সোহাগপুর নূতন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী জনসভায় এ সব কথা বলেন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
তিনি আরও বলেন, এবারে নির্বাচন কমিশনারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী মাঠে সজাগ রয়েছে। তাই কেউ যদি মনে করেন বিনা ভোটে নির্বাচিত হবেন, তাবে তিনি বোকার স্বর্গে বাস করছে। তিনি এ সময় ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্র গিয়ে ভোট দেবার আহ্বান জানান। এ আসনে নৌকা প্রতীকের আব্দুল মমিন মন্ডলকে উদ্দেশ্য করে বলেন, আপনি দলে আসার পর দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে হাইব্রিড আওয়ামী লীগ তৈরী করেছেন। তাই আজ নৌকার বাইসালরা নৌকা বাঁচাতে ঈগলের পাশে এসে দাঁড়িয়েছে। আগামী ৭ তারিখে আমি নির্বাচিত হলে এ এলাকাকে আধুনিক বেলকুচিতে রুপান্তরিত করার প্রতিশ্রুতি দেন তিনি।’
উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক ফারুক সরকারের সঞ্চলনায় ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান মাখনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, সাবেক ভাঙ্গবাড়ী ইউপি চেয়ারম্যান ফজলুল হক ভাষানী, পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর সেরাজুল সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। নির্বাচনি জনসভায় যোগ দিতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।’