ভিচেন্সায় সিলেটিদের মিলনমেলা পরামর্শক পরিষদ গঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৪, ৩:০৬:৫৯ অপরাহ্ন
ইসমাইল হোসেন স্বপন, ইতালি: ইতালির ভিচেন্সায় বসবাসরত সিলেটবাসীদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (পহেলা জানুয়ারি) ভিচেন্সার স্থানীয় সিলেটি রেস্টুরেন্ট CHICKEN KING -এ পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সভায় ভিচেন্সায় কমুনে বসবাসরত নবীন ও প্রবীণ সিলেটিদের মীলনমেলায় পরিণত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ভিচেন্সা কমুনের সিলেট বাসীদের জন্য ৮ জন পরামর্শক নির্ধারিত করে সিলেট বিভাগীয় পরামর্শক পরিষদ গঠন করা হয়।
পরামর্শকরা হলেন (১) গিয়াস উদ্দিন (২) ময়না মিয়া (৩) মুমিন মিয়া (৪) রমীজ মিয়া (৫) আলী উসমান (৬) ইকবাল হোসেন ( শিপলু) (৭) জামাল উদ্দিন (৮) জামাল আহমেদ।
এসময় আরও ঊপস্থিত ছিলেন তারেক আহমেদ, হেলাল আহমেদ, শফিকুর রহমান, রাসেল আহমেদ, জামাল মিয়া, জাহাঙ্গীর হোসেন (বাবলু), বাবর আহমেদ, জয়নাল আবেদিন , মামুন খান, পাড়ভেজ, বদরুল, হাসনাত সহ আরও অনেকে।
সভায় ঐকমত পূষন করা হয় যে ভিচেন্সা কমুনের বসবাসরত সিলেটি প্রবাসীরা সিলেটের ব্যানারে সকল প্রকার সামাজিক কর্মকাণ্ডের জন্য পরামর্শক পরিষদ এর সাথে আলোচোলা সাপেক্ষে পদক্ষেপ নিবেন এবং জবাবদিহিতা করবেন।
ভিচেন্সা তথা ইতালিতে সিলেটে সহ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ভিচেন্সা কমুনের সকল সিলেটিরা ঐক্যবদ্ধ হয়ে সর্বস্তরের প্রবাসীদের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।