নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ইতালিতে বিএনপির লিফলেট বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ২:২৩:৪১ অপরাহ্ন
ইসমাইল হোসেন স্বপন, ইতালি : নির্বাচন বর্জনের ডাক দিয়ে ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ইতালির ভিচেন্সায় বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে স্থানীয় প্রবাসী বিএনপির নেতৃবৃন্দরা।
সোমবার (১পহেলা জানুয়ারি ) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিওবেনে,স্কিও, ‘থিয়েনে, ভিচেন্সা,আলতে মন্তেক্কিও,আরজিনানো সহ বিভিন্ন এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতারা নির্বাচনকে অবৈধ দাবি করে তা বর্জন করতে সবার প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে ইতালির ভিচেন্সা বিএনপির শাখার সভাপতি আজিজুর রহমান আজিজ, প্রধান উপদেষ্টা এস এম আলমগীর, সাধারণ সম্পাদক
খন্দকার ফিরোজ, মঞ্জুরুর আহমেদ জুয়েল (১ নং সম্মানিত সদস্য) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেলাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,
রবিউল আলম স্বপন (আহ্বায়ক সেচ্ছাসেবক দল), সরদার মোহাম্মদ শাকিল (সদস্য সচিব সেচ্ছাসেবক দল), নিজামুল হক সেলিম (সহ সভাপতি), ইফতেখার মল্লিক (সহ-সভাপতি),
হারুনুর রশিদ (সহ -সভাপতি) বজলুর রহমান (সহ-সভাপতি), নুর মোহাম্মদ (সহ-সভাপতি),
কামরুল ইসলাম লিটন (সহ সাংগঠনিক সম্পাদক) মোবারক হোসেন( সহ সাংগঠনিক সম্পাদক) শেখ রনি (উপদেষ্টা মন্ডলির সদস্য),
আলম হাফিজ (সাবেক সহ সভাপতি), মাসসুদুর মোডল(সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক), লতিফ মোহাম্মদ (সদস্য সম্পাদক মন্ডলী), মহসিন সরকার (সদস্য সম্পাদক মন্ডলী), আব্দুল মতিন(সদস্য সম্পাদক মন্ডলী), মিয়া মাসুম(যুগ্ন সাধারণ সম্পাদক), আব্দুল মতিন(যুগ্ন সাধারণ সম্পাদক), জাহাঙ্গীর আলম (যুগ্ন সাধারণ সম্পাদক), কাজী লিয়াকত হোসেন (সাবেক বি এন পি নেতা), রুবেল হোসেন (সদস্য সেচ্ছাসেবক দল), একে আজাদ(যুগ্ন আহ্বায়ক সেচ্ছাসেবক দল) রাসেল পাটোয়ারী (সাবেক বি এন পি নেতা), ইমন মজুমদার (সদস্য সেচ্ছাসেবক দল) সোহেল মিয়া মইনুল ইসলাম মিন্টু.জাবেদ মিজি. বজলুল রহমান শোলেমান আ:আলিম. প্রমুখ উপস্থিত ছিলেন।