দক্ষিণ কোরিয়া: বিরোধী দলীয় নেতার ঘাড়ে ছুরিকাঘাত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৪, ১২:১৬:১২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বিরোধী দলীয় নেতা লি জায়ে-মিউংকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসান সফরকালে এ ঘটনা ঘটে।
দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে বিবিসি জানায়, বুসান শহর সফরকালে সংবাদ সম্মেলন করার সময় লি জায়ে-মিউং’র ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটক করা হয়েছে।
লি জায়ে-মিউং ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে হেরে যান। তিনি ২০২৭ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন।