কানাডা যেতে পারবেন নিজের চেষ্টায় ৫টি জিনিস মিলাতে পারলে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৪, ১:৫৪:২৯ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: কানাডা যেতে হলে কী করতে হবে? — এই প্রশ্ন যাদের মনে, তাদের উদ্দেশ্যে কানাডা প্রবাসী ক্যারিয়ার কাউন্সেলর জিয়া হাসান (CEO, ZLC Inc. Edmonton, Canada) খুব সংক্ষিপ্ত একটি টিপস দিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে। তিনি লিখেছেন—
‘‘এইচএসসি পাস, ইংরেজিতে মোটামুটি দক্ষতা, IELTS এ পাঁচ, কারিগরির কোন একটি বিষয়ে সার্টিফিকেশান এবং এক বছরের কাজের অভিজ্ঞতা। এইটুকু মেলাতে পারলেই বাংলাদেশের লাখো ভাইবোনেরা ক্যানাডায় নিজের চেষ্টায় দরজা খুলে নিতে পারে, ইনশাআল্লাহ! কোন টাকা-পয়সার চক্কর নেই। দরকার দম নিয়ে লেগে যাওয়া।’’
আরও পড়ুন—
যে দেশের পাসপোর্টে ১৯৩ দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়
উত্তর আমেরিকার দেশ কানাডা। বিশ্বের লাখ লাখ মানুষের জনপ্রিয় এক গন্তব্যও এই দেশ। প্রত্যেক বছর লাখ লাখ মানুষ এই দেশটিতে পাড়ি জমান। দেশটির ৯৫ ভাগের বেশি মানুষ অভিবাসী আর বাকি ৪ দশমিক ৯ ভাগ মানুষ ফার্স্ট নেশন। যে কারণে কানাডাকে অভিবাসীদের দেশ বলা হয়।