ভোটারদেরকে কেউ হুমকি-ধামকি দিলে ব্যবস্থা: ইসি রাশেদা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ৮:৫১:২৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করা একটি সাংবিধানিক অধিকার। সবার ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইন সংশোধন করা হয়েছে।’
তিনি বলেন, ‘ভোটারদেরকে কেউ ভয় বা হুমকি-ধামকি দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে ব্যবস্থা নেওয়া হবে। মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট-আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন।’
রোববার দুপুরে নওগাঁয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘এই নির্বাচন কোনো ভাবেই কমিশনারের একার পক্ষে সম্ভব না। তাই আপনাদের সকলের সহযোগিতা দরকার। প্রার্থী ও তাদের সঙ্গে নির্বাচন কাজে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে হবে।’ পাশাপাশি সাংবাদিক, জেলা প্রশাসন এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন কমিশনার নওগাঁর ৬টি আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এই সভার আয়োজন করেন। এতে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার গোলাম মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, ডিআইজি আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা।
এ সময় নৌকা প্রতীকের ৬টি আসনের মধ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, শহীদুজ্জামান সরকার বাবলু এমপি, সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন, অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, নিজাম উদ্দিন জলিল জন এমপি, আনোয়ার হোসেন হেলাল এমপিসহ স্বতন্ত্র অন্যান্য প্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন।