যুক্তরাজ্যে স্পাউস ভিসানীতিতে পরিবর্তন, বাৎসরিক আয় দেখাতে হবে ২৯ হাজার পাউন্ড
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ১:৫১:০৩ অপরাহ্ন
লন্ডন অফিস: স্পাউস ভিসায় প্রিয়জন নিয়ে আসতে হলে ৩৮,৭০০ পাউন্ড বাৎসরিক আয় করতে হবে — এমন নীতি পরিবর্তন করেছে যুক্তরাজ্যের সরকার।
পরিবার থেকে প্রিয়জনদের বিচ্ছিন্ন করা হচ্ছে বলে এই নীতির তীব্র সমালোচনার মুখে নীতিটি পরিবর্তন করা হয়েছে। রদবদল করা নীতি অনুযায়ী বাৎসরিক আয় ২৯০০০ পাউন্ড করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পারিবারিক বা স্পাউস ভিসায় কাউকে যুক্তরাজ্যে আনতে গেলে বাৎসরিক আয় ২৯,০০০ পাউন্ড বাধ্যতামূলক দেখাতে হবে। হোম সেক্রেটারির অফিস থেকে ২১ ডিসেম্বর এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আরও পড়ুন—
জিনের গঠন ৯৯ শতাংশ একরকম তবু আলাদা সব মানুষ যেকারণে
স্পাউস নিয়ে আসতে মূল আবেদনকারীকে ৩৮,৭০০ পাউন্ড বাৎসরিক আয় দেখাতে হবে এই ঘোষণার পর অনেকেই হতাশ হয়েছিলেন। রক্ষণশীল সরকারের এমন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে সাধারণ নাগরিক ও বিরোধী রাজনৈতিক দলগুলো। বৃটেনের লিবারেল ডেমোক্রেট দল এই নীতিকে ‘অকার্যকর’ নীতি বলেও মন্তব্য করেছে।
লেবার সাংসদ স্যার স্টিফেন টিমস প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বলেছিলেন, প্রস্তাবিত নতুন গোবরাট-নীতি হাজার হাজার দম্পতির বিয়ের পরিকল্পনাকে বাধাগ্রস্ত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী একটি লিখিত সংসদীয় প্রশ্নের উত্তরে পরিকল্পনা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রস্তাবিত ২৯,০০০ পাউন্ড নীতি ২০২৪ সালের কোন্ মাসের কত তারিখ থেকে কার্যকর হবে তা উল্লেখ করা হয়নি।