ঝালকাঠি-১: শাহজাহান ওমরের সঙ্গে নেই আওয়ামী লীগ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩:৫৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: শাহজাহান ওমরের সঙ্গে নেই রাজাপুরের আওয়ামী লীগ। ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) আওয়ামী লীগের প্রার্থী তিনি।
সাধারণ সভার বিবরণীতে উল্লেখ আছে, শাহজাহান ওমর এখন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেননি।
তিনি বিএনপির নেতা থাকার সময় যে ভবনে বসতেন, সেটিকে নির্বাচনি কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তানদের নিয়ে তিনি গণসংযোগ করেছেন। তাই দলীয় সভায় সিদ্ধান্ত হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তান স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামানের পক্ষে দলের সবাই কাজ করবেন।
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম খায়রুল আলম সরফরাজ গণমাধ্যমকে জানান, শাহজাহান ওমর নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনি এলাকায় এসে দলের সভাপতি-সম্পাদকসহ কোনো নেতাকে ডাকেননি।
দলীয় কার্যালয়ে না এসে নিজের নির্বাচনি কার্যালয়ে অবস্থান করে বিএনপির সমর্থক ও স্বাধীনতাবিরোধীদের নিয়ে কাজ করছেন। তাই সাধারণ সভায় তার পক্ষে কাজ না করার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি তারা কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন।
শাহজাহান ওমর বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেন। এরপর টুঙ্গিপাড়া থেকে ফিরে তিনি রাজাপুরের বাইপাস মোড়ে তার নির্বাচনি কার্যালয়ে যান। নির্বাচনি এলাকার দুই উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কেউ তার সঙ্গে ছিলেন না।