‘বিএনপি-জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পেলে হাত-ঠ্যাং ভেঙে দিবেন’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ৭:০৪:২০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায়, তাদের হাত-ঠ্যাং ভেঙে দিতে বলেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, প্রতীক বরাদ্দের পর সোমবার বিকেলে কুমিল্লা সদরের ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইঁয়ার বাড়িতে ওঠান বৈঠকে এমন মন্তব্য করেন কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার।
এমপি বাহার তার বক্তব্যে বলেন, আগামী ৭ জানুয়ারি ভোট। বিএনপি নির্বাচনে হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। কোনো বিএনপি-জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায়, তার হাত-ঠ্যাং (পা) ভেঙে দিবেন আপনারা। আমি আপনাদের সাথে আছি। কোনো ভয়ের কারণ নেই।
উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।
এসময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নূরুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, মান্নান ভূইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ আসনে এমপি বাহারের অন্যতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা।