বিশ্বনাথ ওসমানীনগর সোশ্যাল সোসাইটি ইউকে’র আত্মপ্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৩, ২:৫৭:৫৫ অপরাহ্ন
যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ ওসমানীনগর প্রবাসীদের গঠিত হয়েছে বিশ্বনাথ ওসমানীনগর সোশ্যাল সোসাইটি ইউকে।
১১ ডিসেম্বর লন্ডনের একটি হলে বিশ্বনাথ ওসমানী নগরের যুক্তরাজ্য প্রবাসী মিলে ঐক্য, শান্তি, মানবতার স্লোগানে তৈরি করলেন বিশ্বনাথ ওসমানীনগর সামাজিক সংস্থা Biswanath Osmaninagar Social Society UK (BOSS)।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী সাদিক আলী সেপুর সভাপতিত্বে তরুণ ব্যবসায়ী শমসাদুর রহমান রাহিন এর পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
আরও পড়ুন— লন্ডন বাংলা প্রেসক্লাব ও ইস্টহ্যান্ডস চ্যারিটির যৌথ বিশেষ কর্মশালা সম্পন্ন
সভায় ঐতিহ্যবাহী এই দুই উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, ভৌগলিক আত্মীয়তার বন্ধনের অতীতের দীর্ঘ ইতিহাসের কথা স্মরণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জে এম জি কার্গোর চেয়ারম্যান মনির আহম, ওয়ার্ক পারমিট ক্লাউডের স্বত্বাধিকারী তরুণ শিল্পপতি ব্যারিস্টার লুৎফুর রহমান, মোহাম্মদ নাজ, তরুণ রাজনৈতিক কর্মী আয়াস মিয়া, ফয়সল হোসেন সুমন, জাবেদ আহমদ আম্বিয়া, রুহেল আহমেদ, মিজানুর রহমান, আব্দুল আজিজ সুমন, শাহ শাহিদুন নুর ইসলাম, জুবায়ের কিবরিয়া, মাসুম মিয়া, ইলিয়াস আহমেদ, রাজন মিয়া, নোমান আহমেদ, রুহুল আহমেদ, আব্দুর রহমান, কাউসার আহমদ, আব্দুস শহীদ, আসখ আলি, মতিউর রহমান প্রমুখ।
সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে সাদিক আলী সেফুকে সভাপতি, শমসাদুর রহমান রাহিনকে সাধারণ সম্পাদক, শাহ শহিদুন নূর ইসলাম কে কোষাধক্ষ ও জুবায়ের কিবরিয়াকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনটির আত্মপ্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
সংগঠন বিশ্বনাথ ওসমানীনগর উভয় এলাকার মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করে পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করবে।
বক্তারা এই দুই উপজেলার মানুষের ভ্রাতিত্ববোধ আরো দীর্ঘ শক্ত এবং মজবুত করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। এবং পাশাপাশি এই দুই এলাকার মানুষের ঐক্য এবং শান্তি বজায় রেখে সংগঠনটি দুই উপজেলার মানবিক সকল কাজে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্তিত বক্তারা। লন্ডনেবশেষে কাউসার আহমেদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে সভাটি সমাপ্ত করা হয়।