আ.লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাচন পরিচালনা কমিটিতে বিয়ানীবাজারের মোহাম্মদ আলী হোসেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫০:৩৪ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ আলী হোসেন। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান।
গত ৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহবায়ক খন্দকার গোলাম মওলা নকশবন্দী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়। সাবেক ছাত্র নেতা সিলেট মহানগর মুক্তিযোদ্ধা যুব কমান্ডের যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।