গোলাপগঞ্জ থানা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৭ জানুয়ারি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৩, ১:৫৭:১৮ অপরাহ্ন
৩য় গোলাপগঞ্জ থানা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪
লন্ডন অফিস: আগামী ৭ই জানুয়ারি রবিবার ৩য় গোলাপগঞ্জ থানা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ সফল করার জন্য রবিবার ৩ ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে গোলাপগঞ্জ থানা ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির এক সভা অনুষ্টিত হয়। এবারের টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে লুটন শহরে। লুটন স্পোর্টস ভিলেজ বাটারফ্লাইড গ্রিন রোড (Inspire Luton Sports Village Butterflied Green Road, Luton LU2 8DD)
সাবেক কাউন্সিলর ও প্রবীণ ব্যাডমিন্টন খেলোয়াড় হারুন মিয়া’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিদ্দিকুর রহমান, আবুল কালাম আজাদ, সুলতান হায়দার (জসিম), শফিক আবদুল্লাহ, শাকিলুর রহমান, সোরওয়ার হোসেন, আলতাফ হোসেন, রুহেল আহমেদ, সাদেক আহমেদ, আব্দুল কাইয়ুম কিনু, মাছুম আহমেদ, হাসনু মিয়া, শামিম আহমেদ, নজরুল ইসলাম, আকসার হোসেন প্রমুখ।
এই টুর্নামেন্টে অতিথি হিসেবে যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ এলাকা থেকে বিশিষ্ট এবং স্পনসরদের আমন্ত্রণ করে সম্মানিত করা হবে। খেলোয়াড়দের এবং অতিথিদের নিয়ে টুর্নামেন্টের দিন একটি নৈশ ভোজের আয়োজন করা হবে লুটন শহরে।
টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি উপ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা সরওয়ার হোসাইন, মাছুম আহমেদ, আলতাফ হোসেন ও আব্দুল কাইয়ুম কিনু।
যুক্তরাজ্যে বসবাসরত শুধু গোলাপগঞ্জের প্লেয়ারগণ এই টুর্নামেন্ট অংশ গ্রহণ করতে পারবেন। নিম্নলিখিত ৩টি ক্যাটাগরির গোলাপগঞ্জ থানা অভ্যন্তরীণ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
ক্যাটাগরি ১: Advance : AC or BB
ক্যাটাগরি ২: Intermediate : CD- or D*D
ক্যাটাগরি ৩: Passionate
তিনটি বিভাগের জন্য ১ম পুরুস্কার নগদ £250 + ট্রফি, ২য় পুরুস্কার নগদ £150 + ট্রফি এবং ৩য় পুরুস্কার শুধুমাত্র ট্রফি প্রদান করা হবে। এই টুর্নামেন্টের লাভের 100% ফিলিস্তিনকে দান করা হবে।
এন্ট্রি ফি: £60.00 অনলাইন পেমেন্ট। পাওয়া গেলেই দল নিশ্চিত করা হবে। অনলাইন পেমেন্টের শেষ তারিখ মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩) ব্যাংক বিবরণ:
bank details: Leicester Tigers BC
Sort code : 30 99 50 Account: 67769760
REF: PLEASE PUT YOUR NAME, TOWN AS REFERENCE AND SCREENSHOT TO ALTAF HUSSAIN 07500898850
রেজিস্ট্রেশনের সময় রেফারেন্স হিসাবে আপনার নাম, শহর এবং স্ক্রিনশট রাখুন।
ক্যাটাগরি ১: Advance : AC or BB 3.30 Sharp
ক্যাটাগরি ২: Intermediate : CD- or DD 10.30
ক্যাটাগরি ৩: Passionate 1.00 Pm Sharp
বিস্তারিত তথ্যের জন্য বা এন্ট্রির জন্য যোগাযোগ:
সরওয়ার: 07931351414 শাকিল : 07825958350 মাসুম: 07862247099 আলতাফঃ 07500898850 কাইয়ুম: 07903019575
সীমিত টিম গ্রহণ করা হবে, আগ্রহী খেলোয়াড়গণ ফী সহ টিমের নাম সংযুক্ত করার আহবান করা হচ্ছে।