রাবিতে আটঘরিয়া উপজেলা সমিতির অনুমোদন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:২২:১০ অপরাহ্ন
মুরাদ হোসেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাবনা জেলার আটঘরিয়া উপজেলা সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মো. শহিদ হাসান মামুনকে সভাপতি ও মোজাম্মেল হক শিশিরকে সাধারণ সম্পাদক করে ১০ ডিসেম্বর ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে হানজাল মাহমুদ (সহসভাপতি, তৌফিক সিজান(সহ-সভাপতি); মো. শরিফুল ইসলাম, জুবায়ের জিসান, রোকসানা আক্তার, মো. রুবেল হোসাইন এবং নজরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন দপ্তর সম্পাদক মণিকা মনি, প্রচার সম্পাদক মো. রাকিবুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক ফারজানা খানম সারথি, কার্যনির্বাহী সদস্য মণিষা আফরিন তিন্নি, সুমাইয়া সুমা।
নতুন এ কমিটির সভাপতি শহিদ হাসান মামুন বলেন, ‘আমরা সবাই একটি পরিবার, সবাই একসাথে সুখে-দুঃখে পাশে থাকতে চাই, এভাবেই আমরা এগিয়ে যেতে চাই সফলতার দ্বারপ্রান্তে’।
সাধারণ সম্পাদক শিশির বলেন, ‘আমাদের নতুন এ পথচলায় সবাই কে পাশে চাই, আশা করি ভাল কিছু হবে’।