ভারত, জাপান, ওআইসি ও আরব লীগ নির্বাচন পর্যবেক্ষণ করবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ৬:১৫:১৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষেণে ভারত, ফিলিস্তিন, জাপান, ওআইসি ও আরব লীগের প্রতিনিধিরা আসছেন।
আজ রোববার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য নিশ্চিত করেন। তবে যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি বলেও জানান তিনি।
তিনি জানান ভারত, ভারত, ফিলিস্তিন, ওআইসি, জাপান। ভারত থেকে তিনজন আসবে, ফিলিস্তিন থেকে ছয়জন (এদের মধ্যে কিছু বাইরে থেকে আছে, আবার দূতাবাস থেকেও থাকবে)। আর জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি-১৬ জন। এছাড়া ওআইসি ও আরব লীগ কতজন আসবে সেই তথ্যটা এখন আমার কাছে নেই।
এর আগে, নির্বাচন পর্যবেক্ষণে ব্যক্তি পর্যায়ে আন্তর্জাতিক গণমাধ্যমের ৩০-৩২ সাংবাদিক ও আফ্রিকান ইলেক্টোরাল ইউনিয়নের ১১ জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের ৫ জন, ইউরোপীয় ইউনিউনের ৪ জন, এনডিআই ও আইআরআইয়ের ৫-৬ জনের আবেদনের কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।