বাহরাইনে বাংলাদেশীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সংবাদ সম্মেলন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ৭:০৪:০৪ অপরাহ্ন
আশফাক আহমেদ, বাহরাইন: বাংলাদেশের মহান বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইন প্রবাসী বাংলাদেশীদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে আল রাবি মেডিকেল সেন্টার বাহরাইন।
ঢাকা বিভাগীয় পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় সন্ধ্যা ৭ টায় আল-রাবি মেডিকেল সেন্টারের কনফারেন্স রুমে আল রাবি মেডিকেল সেন্টারের সিইও নওফেল আদাতিলের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিক সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশদ আলোচনা করেন ঢাকা বিভাগীয় পরিষদের প্রধান উদ্যোক্তা আসিফ আহমেদ।
তিনি বলেন-ঢাকা বিভাগীয় পরিষদ আহ্বায়ক কমিটির প্রথম কমিটমেন্ট ছিল বাহরাইন প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখা, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক করে যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয় সেই মৃত্যুর হার কমিয়ে আনা। স্বাস্থ্য ও অসচেতনতার জন্য অল্প বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হওয়া, কিডনি রোগে আক্রান্ত হওয়া, লিভার ও হার্টের সমস্যার সম্মুখীন হাওয়া সেই সকল প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য সচেতনতার জন্য কাজ করতে তৎপর ঢাকা বিভাগীয় পরিষদ। তারই ধারাবাহিকতায় ঢাকা বিভাগীয় পরিষদ ও আল রাবি মেডিকেল সেন্টারের সহযোগিতায় উল্লেখিত কমিটমেন্ট অনুযায়ী কাজ শুরু করে। বাংলাদেশের মহান বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে আগামী ১৫, ১৬ ও ১৭ই ডিসেম্বর বাহরাইন প্রবাসী সকল বাংলাদেশীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে যাচ্ছে। যেখানে ডায়াবেটিস পরীক্ষা, কিডনি পরীক্ষা, লিভার পরীক্ষা, কোলেস্টেরল বা চর্বি পরীক্ষা ও বুকের এক্সরে, চোখের নানান সমস্যার সমাধানে করণীয় সহ দুইজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রিতে।
উল্লেখিত স্বাস্থ্যসেবাটি বাহরাইন প্রবাসী সকল বাংলাদেশিদের দোরগোড়ায় পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে ঢাকা বিভাগীয় পরিষদের নেতৃবৃন্দ।ইতিমধ্যেই সামাজিক,আঞ্চলিক, ক্রিয়া ও মিডিয়া সংক্রান্ত ৭/৮ টি সংগঠনের সাথে আল রাবি মেডিকেল সেন্টারের হলরুমে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় পরিষদ।মতবিনিময় সভায় উল্লেখিত স্বাস্থ্যসেবাটির গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেছেন, ও সেবাটি গ্রহণে বাহরাইন প্রবাসী সকল বাংলাদেশীদের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন এরিয়ার মসজিদ, দোকানপাট, রেস্টুরেন্ট, হোটেল, সুপার শপ,কোল্ড স্টোর,সেন্টার মার্কেট সহ বিভিন্ন গলির আনাচে- কানাচে লিফলেট বিতরণ কার্যক্রম , ফেইসবুক, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সকল বাংলাদেশীদের মাঝে স্বাস্থ্য সেবা সংক্রান্ত খবরটি পৌঁছে দেওয়ার জন্য অনবরত কাজ করে যাচ্ছেন। সভাপতির বক্তব্যে আল রাবি মেডিকেল সেন্টারের সিইও বলেন-এই সেবাটি শুধু ১৫,১৬ ও ১৭ই ডিসেম্বর সীমাবদ্ধ নয়, চাহিদা অনুযায়ী ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে। ঢাকা বিভাগীয় পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন -আপনারা জাতির দর্পণ, আপনাদের চিন্তাধারায় দেশ ও জাতি এগিয়ে যায়,জাতির যেকোনো ক্রান্তি কালে আপনাদের ভূমিকা থাকে মুখ্য। তাই আজকে ঢাকা বিভাগীয় পরিষদের উদ্যোগে আল রাবি মেডিকেল সেন্টারের সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনটির লক্ষ্য ও উদ্দেশ্য একই ও অভিন্ন যাতে বাহরাইন প্রবাসী সকল বাংলাদেশী এই স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন। সেজন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা আন্তরিকভাবে ভাবে কামনা করছি।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-রাবি মেডিকেল সেন্টারের জেনারেল ম্যানেজার শাফিল ঢাকা বিভাগীয় পরিষদের যুগ্ম আহবায়ক রুবেল মাহমুদ, সদস্য সচিব আলামিন, সদস্য শেখ নাহিদ, মোঃ সোহেল, মোহাম্মদ রমেল, দুলাল তালুকদার সহ বাহরাইন অবস্থানরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্ত ঘোষণা করেন ।