নৌকার বিজয়েই সুনিশ্চিত হবে এলাকার কাঙ্খিত উন্নয়ন: বিশ্বনাথে নিজাম উদ্দিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮:৪৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন বলেছেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে কৃষক লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ নৌকার বিজয়েই সুনিশ্চিত হবে এলাকার কাঙ্খিত উন্নয়ন। নৌকার ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুনঃরায় প্রধানমন্ত্রী হবে। আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে অব্যাহত থাকবে দেশের উন্নয়ন। আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার ‘কৃষি বান্ধব সরকার’। তাই ওই সরকারের আমলেই দেশের কৃষক-শ্রমিক’সহ সমাজের অবহেলিত-বঞ্চিত ও গরীব জনসাধারণ নিজের প্রাপ্য অধিকার ফিরে পান।
তিনি বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। পৌর শহরের পুরাণ বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুর রাজ্জাক ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।
উপজেলা কৃষক লীগের সভাপতি সোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুলের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, যুক্তরাজ্যের লন্ডন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল রোশন চেরাগ আলী।
বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মারফত আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, বিশ্বনাথ সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কমরু মিয়া, দৌলতপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম, দশঘর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হেলাল আহমদ, রামপাশা ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি আজিম উদ্দিন, অলংকারী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, দেওকলস ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমির আলী।
বিশেষ বর্ধিত সভায় এসময় উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা আরশ আলী, তেরাব আলী, মুজিবুর রহমান চৌধুরী, সোনা মিয়া, আনোয়ার হোসেন, সাহেল আহমদ, সত্তার আলী, জিলু মিয়া, তারিছ আলী, মানিক মিয়া, রশিদ আহমদ, চেরাগ আলী প্রমুখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ।