সিলেটে ও ঢাকায় ৫ বাসে আগুন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ৯:৫৬:০৭ অপরাহ্ন
সিলেট অফিস: দেশের রাজধানী ঢাকায় ও সিলেটে ৫টি বাসে আগুন দেওয়া হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকায় একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজ বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে ঢাকা মেট্রো-জ-১১০২২৮ খাজা এন্টারপ্রাইজ নামে একটি লোকাল বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে দাঁড়ায়। বাসটির চালজ ও হেল্পার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন। হঠাৎ কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামসুদ্দোহা।
তাছাড়া দেশের রাজধানীর মানিকনগর ও মেরুল বড্ডায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকাল ৫টায় মানিকনগর চৌরাস্তায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় মেরুল বড্ডায় এ আগুন দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন।
তিনি জানান, মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিন বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে যায়। বিকেল ৫টা ২৬মিনিটে তারা আগুন নির্বাপণ করে। আগুন ২টি বাস সম্পূর্ণ ও ১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি।