জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে ও বিভিন্ন মহলের শোক প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ২:৪৮:০১ অপরাহ্ন
লন্ডন অফিস: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক ও শোকাবহ পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের পেট্রন ও সাবেক চেয়ারপার্সন ডঃ হাসনাত এম হোসেন এমবিই ও পেট্রন ও সাবেক চেয়ারপার্সন কে এম আবু তাহের চৌধুরী, পেট্রন আলহাজ্ব নাসির আহমেদ, কেন্দ্রীয় সাবেক ট্রেজারার এম মাহিদুর রহমান, সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান, উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনার মসুদ আহমদ, সদস্য সচিব, ড. মুজিবুর রহমান, ও অর্থসচিব, এম আসরাফ মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার মুজিবুর রহমান,ও সদস্য সচিব রকিবুর রহমান এবং অর্থসচিব এবি রুনেল, নিউপোর্ট শাখার কনভেনার ফয়সল রহমান, সদস্য সচিব এনামুল হোসেন শোয়েব ও অর্থসচিব নুর মোহাম্মদ জামান সাহেল, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের চেয়ারম্যান হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির ও পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম সহ প্রমুখ ডিরেক্টরবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে ডা. আব্দুল মালিকের অবদান জাতি চিরদিন স্মরণ করবে বলে উল্লেখ করে বলেন, সিলেট তথা বাংলাদেশের একজন খ্যাতনামা ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ছিলেন। একাধারে তিনি একজন সফল চিকিৎসক, খ্যাতনামা শিক্ষক এবং সমাজসেবক। মানবহিতৈষী কর্মকাণ্ডের জন্য তিনি নানাভাবে পুরস্কৃত এবং প্রশংসিত হয়েছেন।
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক ৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।