সাইবেরিয়া: বিশ্বের শীতলতম ইয়াকুটাস্ক শহরে মাইনাস ৫৮ ডিগ্রি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯:২০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: হিম হিম সাইবেরিয়ায় হিমপ্রবাহ চলছে। তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াসে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৫,০০০ কিলোমিটার (৩,১০০ মাইল) পূর্বে বিশ্বের অন্যতম শীতলতম শহর ইয়াকুটাস্ক হিম শীতল মেঘ এবং কুয়াশায় ঢেকে গেছে।
১ কোটি ৩১ লাখ বর্গকিলোমিটার আয়তনের এই অঞ্চলটির বিভিন্ন শহর ও গ্রামে গত কয়েক দিন ধরে তাপমাত্রা মাইনাস ৫৫ ডিগ্রি বা তার আশপাশে ওঠানামা করছে। তবে গতকাল সাইবেরিয়ার ইয়াকুটাস্ক শহরের তাপমাত্রা মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল।
প্রায় সারা বছরই শহরটির তাপমাত্রা শূন্য বা তার আশেপাশে থাকে। তবে শীতে সরাসরি উত্তর মেরু শীতল বাতাস বইতে শুরু করে শহরটির ওপর দিয়ে। সাইবেরিয়া অঞ্চলের বৃহত্তম প্রদেশ সাখা রিপাবলিক, যেটির আয়তন ভারতের ভৌগলিক আয়তনের চেয়ে খানিকটা কম। এমনিতে গত বেশ কিছুদিন ধরে রাতের বেলা সাখা রিপাবলিকে মাইনাস ৫৫ ডিগ্রি তাপমাত্রা থাকলেও গতকাল প্রদেশটির ওয়মায়াকোন শহরে তাপমাত্রা মাইনাস ৫৮ ডিগ্রিতে নেমে গিয়েছিল।




