৭ জানুয়ারি নির্বাচন হতে দেয়া হবে না: ইসলামী আন্দোলন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৯:৪২:৪৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশে আগামী ৭ জানুয়ারি কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা বলেছেন, এই নির্বাচন অবৈধ, এ নির্বাচন দেশের মানুষ মানে না।
সোমবার রাজধানীর বায়তুল মোকাররম এর উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।
‘বিতর্কিত নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে’ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
আশরাফ আলী আকন বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। কারণ এই অবৈধ নির্বাচন দেশের মানুষ মানে না। তাই দেশবাসীকে আহ্বান জানাবো, এই নির্বাচনে কেউ কোনো সহযোগিতা করবেন না।
তিনি বলেন, এই সরকারের কর্মকাণ্ড প্রমাণ করে যে, আওয়ামী লীগ একটি আতংক ও গজবের নাম। কারণ তারা দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষাসহ প্রতিটি খাতকেও ধ্বংস করা হয়েছে।
মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সম্পাদক আবু সাইদ, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।