লন্ডনে ইউকেবিসিসিআই ও এফবিসিসিআই এর বিজনেস নেটওর্য়কিং
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৩, ৯:৩৪:১৯ অপরাহ্ন
লন্ডন অফিস: ইউকেবিসিসিআই ও ঢাকার এফবিসিসিআই এর সাথে বিজনেস নেটওর্য়কিং, এম ও ইউ স্বাক্ষর এবং নৈশ ভোজের আয়োজন করা হয়।
গত মঙ্গলবার পূর্ব লন্ডনে রিজেন্ট লেক বেংকিউটিং হলে জাঁকজমক পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকেবিসিসিআই’র প্রেসিডেন্ট ডক্টর এম জি মওলা মিয়া এবং যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউকেবিসিসআইয়’র পরিচালক রহিমা মিয়া ও ব্যরিস্টার আনোয়ার বাবুল মিয়া। উভয় সংগঠনের মাঝে এম ও ইউ স্বাক্ষরের পর ইউকেবিসিসিআই এর প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া ফুলের তোড়া ও একটি ক্রেস্ট প্রদান করেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলমের হাতে।
অনুষ্ঠানে এফবিসিসিআইর প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ভাইস প্রেসিডেন্ট অভিনেত্রী সৌমি কায়সার, শহিদুল হক মোল্লা, খন্দকার রুহুল আমিন, রাশেদুল হোসেন চৌধুরী।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেনঃ ইউকেবিসিসিআই এর প্রেসিডেন্ট ডক্টর এম জি মওলা মিয়া, ইউকে বিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাস নুরু, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ হযরত আলী, কর্মাসশিয়াল কাউন্সিলার তানবির আজিম, ইমাম উদ্দিন আহমেদ, সিদ্দিকুর রহমান, পাবেল চৌধুরী, হারুন মিয়া, ফারজানা নিলা সহ আরো অনেকে।
এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগ বৃদ্ধির আহবান জানান। নৈশ ভোজের পর ইউকে বিসিসিআইর ট্রেজারার কমরু আলী, বোর্ড অফ থেংকস এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।