কপ২৮ দুবাই: আজ ব্রিটিশ রাজা বিশ্বনেতাদের সতর্ক করবেন—পৃথিবী আমাদের নয়, আমরা পৃথিবীর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৫:৪২ অপরাহ্ন
লন্ডন অফিস: আজ ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় বিশ্বনেতাদের সতর্ক করে বলবেন ‘পৃথিবী আমাদের নয় আমরা পৃথিবীর’। তিনি দুবাইতে কপ২৮ সম্মেলনে তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানাবেন।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলন কপ (কনফারেন্স অফ দ্য পার্টিজ) এর ২৮তম আসর। এ সম্মেলন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
রাজা চার্লসই একমাত্র বিদেশী রাষ্ট্রপ্রধান যাকে বিশ্ব নেতৃবৃন্দের জলবায়ু সভায় বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পরিবেশগত ক্ষেত্রে তিনি কয়েক দশক ধরে যে কাজ করে আসছেন এর সম্মানে।
রাজা আজ বলবেন: ‘আমি আমার সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করি যে কপ২৮ সত্যিকারের রূপান্তরমূলক পদক্ষেপের দিকে একটি গুরুত্বপূর্ণ বাঁক নির্মাণ করবে।’
গত বছর রাজা হওয়ার পর পরিবেশের বিষয়ে এটিই হবে রাজা চার্লসের প্রথম প্রধান বক্তৃতা এবং তার কথাগুলোর মাধ্যমে প্রকাশ পাবে ব্রিটিশ সরকারের ‘পূর্ণ সমর্থন’।
উল্লেখ্য, মূলত বায়ুমণ্ডলে অধিক কার্বন নিঃসরণে প্রভাবশালী দেশগুলোকেই বেশি দায়ী করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, পৃথিবীতে ৫৫ ভাগেরও বেশি ক্ষতিকর কার্বন নিঃসরণ করছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও রাশিয়া।
আরও উল্লেখ করার বিষয় এটা যে, কার্বন নির্গমনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির অন্যতম তেল। এর অন্যতম বড় উৎপাদক দেশ সংযুক্ত আরব আমিরাত। আর সেই দেশেই শুরু হয়েছে কার্বন নির্গমন কমানো নিয়ে আলোচনা। এছাড়া কপ-২৮ এর সভাপতি করা হয়েছে আমিরাতের জাতীয় তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবেরকে। তাই সম্মেলন সফল করতে তিনি সৎভাবে কাজ করতে পারবেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তেল ও গ্যাস উত্তোলনের সময় কার্বন নির্গমন কমাতে কোম্পানিগুলোর সহায়তা চান আল-জাবের।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধ করা উচিত, নাকি জলবায়ুর ওপর শিল্পের প্রভাব কমাতে প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্ব দেওয়া উচিত; তা নিয়ে দেশগুলোর মধ্যে বিভাজন রয়েছে। সম্মেলনে সেই বিভাজন এবার আরও স্পষ্ট হতে পারে।
আল-জাবের মনে করেন, জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়টি ‘অবশ্যম্ভাবী’। তবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তেল শিল্পকেও জড়াতে হবে বলেও মনে করেন তিনি। তাই তেল ও গ্যাস উত্তোলনের সময় কার্বন নির্গমন কমাতে কোম্পানিগুলোর সহায়তা চান আল-জাবের। সে কারণে এবারের সম্মেলনে আগের যে-কোনো সম্মেলনের চেয়ে অনেক বেশি ব্যবসায়ী অংশ নিচ্ছেন।
২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার তিন গুন বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত। এ লক্ষ্যে সম্মেলন চলার সময় একটি চুক্তি করতে চায় তারা। ১০০-র বেশি দেশ এর পক্ষে আছে বলে বিভিন্ন দেশের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন। তবে চীন ও ভারত এখনও পুরোপুরি এর পক্ষে সমর্থন জানায়নি।