মিশিগানে ৫৮ তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ৭:২৬:৪৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান। রোববার বিকালে মিশিগান ষ্টেটের মেডিসন হাইটসের উক্ত অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কেটে শুরু হয় বিশ্ববিদ্যালয় দিবসের মুল অনুষ্টান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের
সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন সংগীতা বড়ুয়া ও লুৎফুল বারী নিয়ন। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সংক্ষিপ্ত বত্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড.রবিন্দ্রনাথ শিল, সহকারী অধ্যাপক তাহলিল আজীম চৌধুরী, সাংবাদিক সৈয়দ সাহেদুল হক, শাহ খালিশ মিনার, মোহাম্মদ আফতাব সহ অনেকে।
অনুষ্টানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সহ মিশিগান বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অংগসংগঠনের নেতারা এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্তিত ছিলেন। কবিতা আবৃত্তি, কৌতুক, নাচ, গান পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।