লন্ডনে শ্রীপুর ভিলেজের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ফান্ড রাইজিং সফলভাবে সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৪:১০:২৩ অপরাহ্ন
লন্ডন অফিস: চ্যারিটি সংস্থা শ্রীপুর ভিলেজ শিশু প্লাস এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফান্ড রাইজিং শনিবার (৭ অক্টোবর) লন্ডনের স্বনামধন্য রেস্টুরেন্ট নমস্তে হাইগেটে সেলিব্রেটি শেফ সফল ব্যবসায়ী ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রু সাব্বির করিম এর পরিচালনা ও সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কেক কাটেন ডেপুটি মেয়র সমতা খাতুন, চেয়ার অব ট্রাস্টি জ্যানেট পোর্টার, সাব্বির করিম ও তার স্ত্রী আনিলা সাব্বির।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেনের ডেপুটি মেয়র কাউন্সিলর সমতা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারিংয়ের সাবেক মেয়র ড. ডিডিয়েন ম্যানহেইম, ক্যামডেনের সাবেক মেয়র নাসিম আলী ওবিই, ক্রয়েডনের সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী ও কাউন্সিলার রিতা বেগম।
উপস্থিত অতিথিবৃন্দ ব্রিটিশ এয়ারওয়েজদের নিয়ে গঠিত শ্রীপুর ভিলেজ শিশু প্লাস বিগত দিন থেকে আজ অবধি অসহায় মানুষদের জন্য যে মহৎ কাজ করে আসছে তার ভুয়শী প্রশংসা করেন।
শ্রীপুর ভিলেজের একমাত্র বাঙালি ট্রাস্টি সাব্বির করিম প্রায় ২৭ বছর ধরে এই সংস্থার সাথে যুক্ত থেকে ফান্ড রাইজিং সহ বিভিন্নভাবে সহযোগিতা ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। তার আমন্ত্রণে বিগত অনুষ্ঠান উদযাপনে লেবার পার্টি নেতা স্যার কেয়ার স্টারমার এবং হ্যাম্পস্টেডের এমপি টিউলিপ সিদ্দিক উপস্থিত থেকে অতিথির আসন অলংকিত করেন।
লেবার সম্মেলনের কারনে স্যার কেয়ার স্টারমার ও টিউলিপ সিদ্দিক এবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করছেন। অনুপস্থিত সত্ত্বেও তাদের পূর্ন সমর্থন ও সহযোগিতার আশ্বাস ও শুভেচ্ছা জানিয়ে নিজ স্বাক্ষরিত বার্তা পাটিয়েছেন স্যার কেয়ার স্টারমার।
উল্লেখ্য ৩৪ বছর আগে ব্রিটিশ এয়ারওয়েজের একজন স্টুয়ার্ডেস প্যাট কের বাংলাদেশে যাত্রা বিরতিকালে এ অঞ্চলে স্বামী পরিত্যক্ত মা ও অসহায় শিশুদের জীবন মান উন্নয়নের লক্ষে গাজিপুর জেলায় শ্রীপুর ভিলেজ শিশু প্লাস নামে এই দাতব্য সংস্থাটি ব্রিটিশ এয়ারওয়েজ ক্রদের নিয়ে গঠন করেন। ৩৪ বছরে প্রায় ৩০০০ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এ সংস্থা দ্বারা।
বাংলাদেশের অসহায় মা ও শিশুদের জীবন মান উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্রিটিশ বাংলাদেশী অতিথিবৃন্দ।
ডা. জাকি রিজওয়ানা আনোয়ার অন্যান্য সম্মানিত অতিথি প্রাক্তন ব্রিট্রিশ এয়ারওয়েজ কর্মীদের সাথে সংহতি ও সমর্থন জানাতে উপস্থিত ছিলেন।
সকল দাতা সদস্য এবং উপস্থিত সকল অতিথিদের আপ্যায়ন ও ফান্ড রাইজিং এর র্যাফেলের টিকেট বিক্রির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সাব্বির করিমের সাথে সঞ্চলনায় সহযোগিতা করেন চেয়ার অব দ্য ট্রাস্টি জ্যানেট পোর্টার।