সিরাজগঞ্জে হরতাল-অবরোধের সমর্থনে ছাত্রদলের সড়ক অবরোধ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৩, ১:২১:৩৬ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি: হরতাল-অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা বুধবার সকালে সিরাজগঞ্জ-বেলকুচি সড়কের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর এলাকায় রাস্তায় গাছের গুল ফেলে গুলে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে। এতে জেলা ছাত্র দলের সহ-সভাপতি তারেক আরফান নেতৃত্ব দেয়। এ পিকেটিং চলাকালে পিকেটাররা হরতাল-অবরোধের সমর্থনে নানা স্লোগান দেয়।
এ ছাড়া মঙ্গলবার রাতে বিএনপির নেতাকর্মীরা শাহজাদপুর শহরে হরতাল-অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করে।’
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ওসি আনিছুর রহমান বলেন, সকালে ৫/৬ জনের একটি টিম সড়কে গাছের গুল ফেলে আগুন ধরিয়ে দেয়। এরপর আমাদের টহল পুলিশের দল ঘটনাস্থলে পৌছালে তারা দৌড়ে পালিয়ে যায়। এ অগ্নিসংযোগকারীদের ইতোমধ্যেই সনাক্ত করা হয়েছে। এখন তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।