যুক্তরাজ্য জলবায়ু সংকট পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট বানাচ্ছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৬:৫৩:২৪ অপরাহ্ন
লন্ডন অফিস: জলবায়ু সংকট ও প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণে নতুন স্যাটেলাইট তৈরি করতে যাচ্ছে যুক্তরাজ্য। এ জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে। ব্রিটিশ মহাকাশ সংস্থাটি স্পেন ও পর্তুগালের সঙ্গে এক সাথে আটলান্টিক কনস্টেলেশন প্রকল্পের আওতায় এই স্যাটেলাইন নির্মাণ করা হবে।
নতুন পাথফাইন্ডার স্যাটেলাইটটির জন্যে ইউকে স্পেস এজেন্সি থেকে ৩ মিলিয়ন পাউন্ড দেয়া হবে। এ অর্থ যোগ হবে স্পেন পর্তুগালের আটলান্টিক কন্সটেলেশন প্রজেক্টের ৭০ মিলিয়ন পাউন্ডের সাথে। তাছাড়া অক্সফোর্ডশায়ারের হারওয়েল ক্যাম্পাসের ওপেন কসমস এতে অর্থায়ন করবে।
এই প্রকল্পের আওতায় কয়েকটি স্যাটেলাইট তৈরি করা হবে। যা ভূপৃষ্ঠ পর্যবেক্ষণ করে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা দেবে। ফলে দুর্যোগের সম্ভাব্য ঝুঁকিও কমানো যাবে।
যুক্তরাজ্যের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রী অ্যান্ড্রু গ্রিফিথ জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এই ভূপৃষ্ঠ পর্যবেক্ষণ বেশ কাজে দেবে। এই স্যাটেলাইন কৃষি ক্ষেত্রের উন্নয়নেও বেশ কার্যকর হবে বলেও দাবি করেছেন ব্রিটিশ মন্ত্রী। সূত্র: দ্য গার্ডিয়ান