৬৫ টাকার স্যালাইন এখন ১২০০ টাকা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ১:০৫:১৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: রাজশাহীতে শীত পড়তে শুরু করেছে। আর এরই মধ্যে বেড়ে গেছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যাও। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুতে ওয়ার্ডগুলোতে পা ফেলার জায়গা নেই। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এরই মধ্যে ফাঁদ পেতে বসেছে ওষুধ সিন্ডিকেট।
জানা গেছে, রামেক হাসপাতালে এপিএন স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় রোগীর স্বজনরা বাধ্য হয়ে বাইরে থেকে কিনছেন স্যালাইনটি। কয়েকদিন আগেও বাজারে যেটি সহজেই পাওয়া যেত, কৃত্তিম সংকটের কারণে বর্তমানে রাজশাহী জুড়ে এপিএন স্যালাইনের হাহাকার চলছে। এ সুযোগে ওষুধের দোকানদারেরা ৬৫ টাকার এপিএন স্যালাইন ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করছেন।
স্বজনরা জানান, হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড় লেগে আছে। এ সুযোগে নগরীর লক্ষীপুর ডাক্তারপট্টির ফার্মেসিগুলো স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করে কয়েকগুণ দাম আদায় করছে। এপিএন স্যালাইনের ৫০০ এমএল ব্যাগের গায়ে লেখা দাম মাত্র ৬৫ দশমিক ২৫ টাকা। আর ১০০০ এমএলের দাম ৮৬ দশমিক ৩২ টাকা। ডিএনএস-১০ স্যালাইনের দাম ৮০ টাকার মধ্যে। কিন্তু এসব স্যালাইন ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এমন অরাজক পরিস্থিতির মধ্যেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর নীরব থাকায় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।