আওয়ামী লীগের মনোনয়ন হাইব্রিডরা পাচ্ছেন না: নাছিম
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ৫:০১:১০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হবে শনিবার (১৮ নভেম্বর)। তবে যে কেউ চাইলেই কিনতে পারবেন না ফরম।
সুবিধাবাদী, ভুঁইফোঁড় ও হাইব্রিডদের ঠেকাতে মনোনয়নপত্র বিক্রিতে বিশেষ শর্ত যুক্ত করেছেন ক্ষমতাসীনরা। এবার প্রার্থীকে ফরম কিনতে প্রয়োজন হবে দলের যে কোনো পর্যায়ে অন্তত তিনটি পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ভাড়াটিয়া, হাইব্রিড, অনুপ্রবেশকারী ও সুবিধাবাদীরা যেন কোনোভাবেই দলীয় মনোনয়ন দৌড়ে আসতে না পারে সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন।