ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ট্যুর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ১:১২:৪৯ অপরাহ্ন
লন্ডন অফিস: ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ব্রিটিশ বাঙালি এমপি রোশনারা আলীর আমন্ত্রণে ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ট্যুর সম্পন্ন হয়েছে।
গত ১৪ নভেম্বর ২০২৩ ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পার্লামেন্ট ট্যুর নভেম্বর ২০২৩ এর কনভেনর, ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি সাংবাদিক আনসার আহমদ উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর টাইমস এর এক্টিং এডিটর অধ্যাপক মুহাম্মদ সাজিদুর রহমানের সহযোগিতায় এবারের এই ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ট্যুরে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, বাংলা মিররের বিশেষ প্রতিনিধি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ, এসিসটেন্ট ট্রেজারার ইউকে বাংলা গার্ডিয়ানের সহযোগী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদ, বিশ্ববাংলা নিউজ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান, ইউকে বাংলা গার্ডিয়ানের কন্ট্রিভিউটিং রাইটার ডা. রেজাউল করিম, বিশ্ববাংলা নিউজ২৪ এর চেয়ার সাহেদা আর রহমান, ইউকে বাংলা গার্ডিয়ানের কন্ট্রিভিউটিং রাইটার ত্রিপর্না রায়, জগন্নাথপুর টাইমস ডটকো ডটইউকের সিনিয়র রিপোর্টার মির্জা আবুল কাশেম ও সাপ্তাহিক বাংলা সংলাপের প্রকাশক আনসার মিয়া প্রমুখ।
এ সময় ট্যুরের সদস্যরা পার্লামেন্ট হাউজ কমন্স ও হাউজ অব লর্ডস ঘুরে দেখেন। পার্লামেন্টের গাইড পার্লামেন্ট হাউজের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেন তার বক্তব্যে।
ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট ট্যুরের ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উপস্থিত সদস্যরা চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে তারা বলেন বিশ্বব্যাপী আমরা শান্তি চাই, যুদ্ধ চাইনা, কোন শিশু হত্যা দেখতে চাই না। আমরা শান্তির পক্ষে অবিচল।
বাংলাদেশ প্রসঙ্গে বলেন – প্রবাসী সাংবাদিক হিসেবে বাংলাদেশের আরো উন্নয়ন আমরা দেখতে চাই। আগামী নির্বাচন সব দলের অংশ গ্রহণে সুষ্টু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হোক। সব রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকুক।