ফেঞ্চুগঞ্জ: ঘিলাছড়ার বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব ছালিক আহমদ চৌধুরীর ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৮:২২:১৪ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ার গাজীপুর গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম মছদ্দর আলী চৌধুরীর পুত্র বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব ছালিক আহমদ চৌধুরী (ছালিক মিয়া) গতকাল ১৭ নভেম্বর শুক্রবার দুপুর ৩-৩০ মিনিটের সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ যোহর দুপুর ২টায় গাজীপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
ছালিক আহমদ চৌধুরী এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ ও ঘিলাছড়ার বিভিন্ন সংগঠন গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।