দেশে পঞ্চম দফায় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ চলছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ২:২৪:১৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: পঞ্চম দফায় বিএনপি ও সমমনা দেশগুলোর ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি চলছে দেশে। রাজধানীসহ জেলা শহরগুলোতে ছোট ছোট যানবাহন স্বাভাবিক থাকলেও আন্তঃজেলা সড়কগুলোতে দূরপাল্লার বাস চলাচল করছে না।
আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হওয়া আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করার কথা রয়েছে দলটির।
এর আগে মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে সারা দেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী নেতাকর্মীদের নামে পুলিশ বাহিনীর মামলা ও গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন রুহুল কবির রিজভী। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল বিকেল চারটার আগে) ৪২০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ১১টি মামলায় ১ হাজার ৩৫০ জনেরও বেশি নেতাকর্মীর নামে মামলা হয়েছে।




