সিলেট-৬ আসন : শমসের মবিনের প্রার্থিতা ঘোষণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ৯:৪০:১৬ অপরাহ্ন
সিলেট অফিস: তৃণমূল বিএনপি’র চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে প্রার্থী হচ্ছেন। নির্বাচনের প্রস্তুতি নিতে এরই মধ্যে তিনি সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার সফর করেছেন। আনুষ্ঠানিকভাবে তার নিজ এলাকায় উঠান বৈঠক করে প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিয়েছেন। এর আগে রোববার নিজ বাসভবনে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময়কালেও একই ঘোষণা দেন।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে গোলাপগঞ্জের পুজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন তিনি। এবার সিলেটে এসে প্রথমে জকিগঞ্জে ফুলতলী (র.) মাজার জিয়ারত করেছেন। সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনটি হচ্ছে ভিআইপি আসন। এ আসনের বর্তমান এমপি সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ। নির্বাচনকে কেন্দ্র করে গত এক বছর ধরে নাহিদও এলাকায় ঘনঘন সফর করছেন।
এ ছাড়া আওয়ামী লীগ থেকে কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেনও প্রার্থী হতে চাচ্ছেন। বিএনপি থেকে গত নির্বাচনে এ আসনে প্রার্থী হয়েছিলেন শিল্পপতি ফয়সল আহমদ চৌধুরী। শমসের মবিন চৌধুরী ওয়ান ইলেভেনের পর থেকে সিলেটের রাজনীতিতে বিএনপি’র সহ-সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন সিলেট বিএনপি’র শীর্ষ নেতা। পরবর্তীতে তিনি বিএনপি’র রাজনীতি ছেড়ে নিস্ক্রিয় হয়ে পড়েন।
২০১৮ সালের ৮ ডিসেম্বর বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিকল্পধারার মনোনয়নে প্রার্থী হন। নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এবার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি দলের চেয়ারপারসনও মনোনীত হয়েছেন। চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর সিলেট-১ ও সিলেট-৬ আসনে প্রার্থী হওয়ায় রাজনীতিতে গুঞ্জন দেখা দেয়। তৃণমূল বিএনপি’র স্থানীয় নেতারা একটি গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার বিকালে গালাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ গ্রামে নিজ বাড়িতে বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন শমসের মবিন চৌধুরী।
এ সময় তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বলেন, ‘তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশ নেবো। এবং ৩০০ আসনে তৃণমূল বিএনপি প্রার্থী দেবে।’ বলেন, ‘আমার রাজনীতি মানুষের কল্যাণের জন্য। সব সময় আমি তৃণমূলের মানুষকে ভালোবাসি। তাদের সুখ-দুঃখের সারথি হয়ে পাশে থাকবো।’




