ফেঞ্চুগঞ্জ: নিজামপুরে মাটিভর্তি ট্রাক নালায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ১২:৪০:২০ অপরাহ্ন
ছবি: অনুপম নিউজ
বিশেষ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের লিংকরোডে একটি মাটিভর্তি ট্রাকের স্টিয়ারিং লাইন বিকল হয়ে পাশের নালায় পড়ে যায়। এতে ড্রাইভার জুনেদ পায়ে আঘাত পেয়েছেন। আর কোনো হতাহত নেই।
আজ রোববার ১২ নভেম্বর বেলা সাড়ে এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে আহত পা নিয়ে বসে থাকা নিজামপুর গ্রামের বাসিন্দা ড্রাইভার জুনেদ জানান, তিনি শাহজালাল সারকারখানা সংলগ্ন পুরানবাজার থেকে ফেঞ্চুগঞ্জের নিউ মেডিকেলে ৬০ ফুট মাটি নিয়ে এ লিংকরোড ধরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে হঠাৎ ট্রাকটির স্টিয়ারিং লাইন বিকল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নালায় পড়ে যায়। তিনি জানান, ফেঞ্চুগঞ্জ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এসেছেন। ট্রাকটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।



