লন্ডনের রাস্তায় লাখ লাখ মানুষ ফিলিস্তিনিদের পক্ষে(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ৯:০২:০০ অপরাহ্ন
লন্ডন অফিস : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনিদের পক্ষে লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। বিশাল মিছিলটি শনিবার (১১ নভেম্বর) হাইডে পার্ক থেকে দুপুরে মিছিল করে ভক্সহলের নাইন এলমসের কাছে যুক্তরাষ্ট্রের দূতাবাস পর্যন্ত যায়। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে ‘আয়োজকরা বলেছেন প্রায় ৮ লাখ মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছেন’।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশবলেছে, ফিলিস্তিনিদের পক্ষে হওয়া এ মিছিলে ৩ লাখ মানুষ অংশ নিয়েছেন। তারা সবাই গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।
ফিলিস্তিনপন্থি এ মিছিলে ঝামেলা করতে চেয়েছিল যুক্তরাজ্যের উগ্রডানপন্থি কিছু দলের সমর্থকরা। ঝামেলা এড়াতে উগ্রপন্থিদের কয়েকজনকে আটক করে পুলিশ।
তবে এ মিছিলে সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষে কয়েকজন ব্যক্তিকে স্লোগান দিতে শোনা যায়। এছাড়া দুজন হামাসের যোদ্ধাদের সাজে এতে অংশ নেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, যারা হামাসের সাজে মিছিলে যোগ দিয়েছিলেন তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর— আজ শনিবার লন্ডনে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় মিছিল দেখা গেছে। গত এক মাস ধরে যুক্তরাজ্যের লন্ডনসহ বিশ্বের সব বড় শহরগুলোতে ফিলিস্তিনের পক্ষে মিছিলসহ বিভিন্ন কার্যক্রম দেখা যাচ্ছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরায়েলিরা হামলা চালানো শুরু করে। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ। যুদ্ধের কারণে বাস্তুহীন হয়ে পড়েছেন গাজার লাখ লাখ বাসিন্দা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী রিশি সুনাক আজকের মিছিলের বিরোধিতা করে আসছিলেন কিন্তু মেট্রোপলিটান পুলিশ মিছিল করার নাগরিক অধিকারে পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার পর সরকারের হুমকি-ধামকি কমে আসে। শেষ চেষ্টা হিসেবে বুধবার রিশি সুনাক মেট পুলিশের প্রধানের সাথে বৈঠক করার পর পিছু হটেন। এবং বলেন যে, যারা রাস্তায় নামতে চায় তাদের “শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার” রয়েছে।
মেট কমিশনার মার্ক রাউলি, মঙ্গলবার ঘোষণা করেছিলেন যে তিনি ক্রমবর্ধমান রাজনৈতিক চাপকে অস্বীকার করে পরিকল্পিত মার্চ নিষিদ্ধ করবেন না। পুলিশ প্রধানের সাথে তার বৈঠকের পর বুধবার সন্ধ্যায় টেন ডাউনিং স্ট্রিট থেকে প্রকাশিত এক বিবৃতিতে, রিশি সুনাক ইঙ্গিত দিয়েছেন যে তিনি মেনে নিয়েছেন কর্মসূচিটি।