নজরুলের জনপ্রিয় ঐ গানটির বিকৃতি ঘটালেন এ আর রহমান!(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৩, ১১:৪৪:০১ অপরাহ্ন
অনুপম সাহিত্য ডেস্ক: অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতির অভিযোগ উঠেছে। ভারত-পাকিস্তান যুদ্ধের ঘটনা নিয়ে রাজাকৃষ্ণ মেনন ‘পিপ্পা’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। এতে নজরুলের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করা হয়েছে। এই গানটিকে নতুনভাবে আয়োজন করেছেন এ আর রহমান। আর তা শুনে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।
জনপ্রিয় এই সংগীত পরিচালককে কটাক্ষ করে অনেকে লেখেন, মনটা জাস্ট ভেঙে গেল। এ আর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।
কেউ কেউ আবার লেখেন, সঠিক সুরে সঠিকভাবে গানটি বানালে ভালো হত।
প্রসঙ্গত, ১৯৭১ সালে ভারত পাশে থাকায় পাকিস্তানের কবল থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল ভারতীয় সেনা। এমনই এক সংগ্রামী অতীত গরিবপুরের যুদ্ধ। যা একাত্তরের যুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথবাহিনীর জয়ের ভিত গড়েছিল। প্রায় ভুলতে বসা সেই অতীতকেই সিনেমার পর্দা নিয়ে আসছেন দুই প্রযোজক সিদ্ধার্থ রায়কাপুর ও রনি স্ক্রুওয়ালা।
এই বিষয়ে সামাজিকমাধ্যমে সরব হয়েছেন পরিচালক রানা সরকারও। কিছুটা বিরক্তির সুরেই তিনি লেখেন, ‘শ্রদ্ধেয় লেজেন্ড এ আর রহমন স্যার, কারার ওই লৌহ কপাট ভাঙতেই হবে এই দিব্যি আপনাকে কে দিয়েছিল? নজরুল ইসলামকে না হয় ছেড়েই দিতেন। ক্ষমা করবেন কাজী নজরুল ইসলাম।’ পরিচালকের সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই। পোস্টের কমেন্ট সেকশনেই কেউ লেখেন, ‘একদম জঘন্য কাজ করেছেন তিনি’, নজরুল ইসলামকে কবর থেকে তুলে এনে খুন করা হয়েছে।’
গানটির ভিডিও—