যুক্তরাষ্ট্রের মিশিগানে সিটি নির্বাচনে জয় পেয়েছেন ২ বাংলাদেশি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৩, ৪:৫৮:১৯ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ৭ই নভেম্বরের সিটি নির্বাচনে হ্যামট্রামিক সিটিতে কাউন্সিলর পদে ২ জন বাংলাদেশি আমেরিকান বিজয়ী হয়েছেন। হ্যামট্রামিক সিটিতে এবারের নির্বাচনে কাউন্সিলর পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন
এর মধ্যে ২ জন বাংলাদেশি বিজয়ী হোন যে ৩ জন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ কামরুল হাসান তিনি পুনরায় নির্বাচিত হয়েছেন তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৬১৮, ২য় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আলসুমারি তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩০৯।
আরো পড়ুন ➡️ রেকর্ড সংখ্যক লোক কানাডা ছেড়ে গেলেন, আরও যাচ্ছেন, কেন? (ভিডিও)
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ বাংলাদেশি আমেরিকান হিসেবে সিটি কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মুহতাসিন রহমান সাদমান তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১২৩৮, মিশিগানে প্রায় ১ লাখ বাংলাদেশির বসবাস এবং হ্যামট্রামেক সিটিতে সব থেকে বেশি বাংলাদেশি বসবাস করেন বাংলাদেশিদের এই বিজয়ে কমিউনিটিতে উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে বর্তমানে এই সিটিতে নির্বাচিত আরো ২ জন বাংলাদেশি কাউন্সিলর রয়েছেন এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে মিশিগানের হ্যামট্রামিক সিটিতে মেয়র সহ সকল কাউন্সিলর মুসলিম যেটি বিরল ঘটনা।