স্বপ্নের দেশ কানাডা ছেড়ে যাচ্ছে মানুষ কেন? (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ১:২৮:৪৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: এক সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা কানাডায় গিয়েছিলেন স্বপ্ন-সুখের জীবন যাপন করতে এবং সে-দেশের নাগরিকত্বও নিলেন, কেন এসব মানুষের মধ্য থেকে ৬৭ হাজারের বেশি অভিবাসী দেশটি ছেড়ে গেলেন?
কেন কানাডা থেকে চলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে? একটি নতুন সমীক্ষায় দেখা গেছে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে রেকর্ড সংখ্যক অভিবাসী কানাডা ছেড়ে গেছে। সমীক্ষায় দেখা গেছে দেশের অর্থনীতিকে উন্নত করার উপায় হিসেবে নতুনদের ধরে রাখার ব্যাপারটিকে গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার।
নতুন এক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস- টিক্সস কানাডা। দেশটিতে অভিবাসী হয়ে আসা ব্যক্তিদের ১৫ শতাংশেরও বেশি ২০ বছরের মধ্যেই কানাডা ছেড়ে গেছে। ১৯৮২ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই ৩৫ বছর ধরে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এমন রিপোর্ট প্রকাশ করেছে স্ট্যাটিস-টিক্সস কানাডা।
ইনস্টিটিউট ফর কানাডিয়ান সিটিজেনশিপ (আইসিসি) এবং কানাডার কনফারেন্স বোর্ডের পরিচালিত প্রতিবেদনে দেখা যায়, কানাডা ছেড়ে যাওয়া অভিবাসীদের সংখ্যা কয়েক দশক ধরে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কিন্তু ২০১৭ এবং ২০১৯ সালে হঠাৎ করে বেড়েছে। সাম্প্রতিক সময়ে প্রাপ্ত উপাত্ত এমনটাই দেখাচ্ছে।
আইসিসির প্রধান নির্বাহী ড্যানিয়েল বার্নহার্ড বলেছেন, “আমরা এখন এমন লোকদের দেখছি যারা কানাডায় আসছেন এবং তারপর বলছেন, ‘হায় হায় রে, না না ধন্যবাদ’ বলে সরে যাচ্ছেন। এসব লোকের সংখ্যা বাড়ছে। আমাদের বিশ্বাস করতে হবে যে আবাসন, স্বাস্থ্যসেবা, অন্যান্য ধরণের পরিষেবার সংকটের কারণে তারা চলে যাচ্ছেন।’’
সমীক্ষা অনুসারে, গড়ে দশমিক ৯ শতাংশ লোক, যাদেরকে ১৯৮২ সালে বা তার পরে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল তারা প্রতি বছর কানাডা ছেড়ে যাচ্ছে। ২০১৯ সালে তা বেড়ে ১ দশমিক ১৮ শতাংশে দাঁড়িয়েছে।
প্রকৃত সংখ্যার পরিপ্রেক্ষিতে প্রতিবেদনের গবেষকরা ৩১ অক্টোবর একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, ৬৭ হাজারের বেশি অভিবাসী কানাডা ছেড়েছেন। ২০১৯ এবং ২০১৭ সালে এ সংখ্যা ছিল প্রায় ৬০ হাজার। সমীক্ষায় আরও হাইলাইট করা হয়েছে যে অভিবাসীদের দেশ ছেড়ে যাওয়ার প্রবণতা সাধারণত ১৯৯০ এর দশক থেকে বৃদ্ধি পাচ্ছে।
প্রতিবেদনে কানাডার নতুনদের প্রত্যাশা পূরণ না করার সম্ভাব্য পরিণতির ওপরও জোর দেওয়া হয়েছে যারা আবাসনের ক্রয়ক্ষমতার অবনতি, সংকীর্ণ স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং অন্যান্যদের মধ্যে স্বল্প কর্মসংস্থান সংক্রান্ত সমস্যাগুলোর মতো চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছেন।
ব্যাংক অব নোভা স্কটিয়ার অর্থনীতিবিদ রেবেকা ইয়াঙ বললেন- We have to do more than just attract new Canadians, but also retain them. REBEKAH YOUNG, ECONOMIST, BANK OF NOVA SCOTIA (আমরা কেবল নতুন ক্যানাডিয়ান বানানোর দিকে মনোযোগী হলে চলবে না, নতুনদের ধরে রাখতে হবে।)
কানাডিয়ান সিটিজেনশিপের ইনস্টিটিউটের সিইও ড্যানিয়েল বার্নহার্ড বলেছেন, ‘কানাডা যেহেতু আবাসন এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে তীব্র ঘাটতি পূরণের জন্য অভিবাসীদের ওপর বেশি বেশি নির্ভর করে, সেহেতু তাদের ধরে রাখার ক্ষমতা আমাদের জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে।’
তিনি আরও বলেন, ‘সহজ কথায়, কানাডা যদি নতুনদের সুবিধা দিতে না পারে এবং তাদের পাসপোর্টে ও তাদের মন থেকে কানাডিয়ান হয়ে উঠতে সাহায্য করতে না পারে, আমরা শীঘ্রই অতীত কালের আমাদের সমৃদ্ধি নিয়ে আলোচনায় ফিরে যেতে পারি।’
কানাডার কনফারেন্স বোর্ডের নির্বাহী পরিচালক স্টেফান ফোর্নিয়ার বলেন, ‘কানাডার ভবিষ্যৎ সমৃদ্ধি অভিবাসনের ওপর নির্ভর করে। এই ক্ষেত্রে আমাদের গবেষণা দেখায় যে অভিবাসনের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি জড়িত। এমনকি অভিবাসী কমে গেলে শ্রমের ঘাটতি সৃষ্টি হয় যা মুদ্রাস্ফীতি বাড়ায়। কিন্তু আমাদের গবেষণায় দেখা যায়, অভিবাসীদের আকর্ষণ করা সমীকরণের একটি অংশ মাত্র, তারা কানাডায় এলে তাদের ধরে রাখতে হবে।’ নিচের ভিডিও এ নিয়ে আলাপ রয়েছে।