‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন’র দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ১:৫৪:১৪ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে ‘কোমল মতি শিক্ষার্থীদের মেধা বিকাশ’র লক্ষে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের অর্থায়নে এবং ফাউন্ডেশনের সদস্য সচিব ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরনের সার্বিক তত্ত¡াবধানে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ২৭ প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
ফাউন্ডেশনের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বাহাড়া-দুভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা কান্ত দাশ তালুকদার, সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।