বিশ্বনাথে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ১:৫০:০৫ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ’সহ নানান আয়োজনের মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
সহকারী কমিশনার (ভ‚মি) সম্রাট হোসেনের সভাপতিত্বে ও বিশ্বনাথ সমবায় ফোরামের আহবায়ক শেখ হাসান মাহমুদ রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারিসাত আল-আমিন, অধ্যাপক পবিত্র কুমার দেব, সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সমবায়ী তপন দাশ, এস.পি সেবু।
সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইসলাম উদ্দীন ও গীতাপাঠ করেন অর্পূবা রাণী নাথ এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম।